১০০ টাকায় জাতির জনকের আত্মজীবনী
অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে ১০০ টাকায় বিক্রি হচ্ছে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’। এই বিশেষ সুবিধা দিচ্ছে বাংলাদেশ যুবলীগের গবেষণা শাখা ‘যুবজাগরণ’।
বাংলা একাডেমি গ্রন্থমেলা প্রাঙ্গনের মূল অংশে বইটি পাওয়া যাচ্ছে, স্টল নং ৭৬/৭৭। বইটি প্রকাশ করেছে দ্যা ইউনির্ভাসিটি প্রেস। বইটিতে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর বাল্যজীবন থেকে শুরু করে তাঁর রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি ও তাঁর সংগ্রামী জীবনের আত্মকথা।
স্টলের দায়িত্বরত শ্যামল কুমার রায় জানান, বইটির চাহিদা তুলনামূলক অনেক বেশি। মেলার প্রথম থেকে এ পর্যন্ত ১৬’শ বই বিক্রি হয়েছে। আমরা যুবলীগের পক্ষ থেকে ভুর্তুকি দিয়ে পাঠকের হাতে তুলে দিচ্ছি।
যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ বলেন, জাতির জনকের অসমাপ্ত আত্মজীবনী বইটি বাংলাদেশের রাজনীতি তথা আমাদের জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বইটিতে বঙ্গবন্ধুর অসাধারণ প্রতিভার পরিচয় পাওয়া যায়। বিশেষ করে তার রাজনৈতিক জীবন ও অসাধারন প্রতিভার কথা আমরা জানতে পারি।
মন্তব্য চালু নেই