১০০ কোটির দোরগোড়ায় হৃত্বিকের ‘কাবিল’
শুরুতে দৌড়ে কিছুটা পিছিয়েই ছিল। কিন্তু দেখতে দেখতে এক শ’ কোটির দিকে এগোচ্ছে কাবিল।
একই দিন মুক্তি পেয়েছিল রইস ও কাবিল। শাহরুখ বনাম হৃত্বিকের লড়াইয়ে কে এগিয়ে থাকেন, তা নিয়ে নানা বিতর্ক ছিল। বাণিজ্যের হিসেবে রইসই এগিয়ে। তবে শুরুর দিকে যতটা এগিয়েছিল, ততটা নয়। ব্যবধান কমছে।
রাকেশ রোশন প্রযোজিত ও হৃত্বিক অভিনীত ছবি প্রথম দিনেই ব্যবসা করেছিল ১০.৪৩ কোটি টাকার। তৃতীয় দিন ১৮.৬৩। পরের সপ্তাহ থেকে অঙ্কটা কমতে শুরু করে। এখন গড়ে দিন পাঁচ থেকে ছয় কোটি টাকার ব্যবসা। সূত্রের দাবি, রবিবারের মধ্যেই এক শ কোটির সীমানা পেরিয়ে যাবে কাবিল।
মন্তব্য চালু নেই