জাতীয় বিশ্ববিদ্যালয়
১ম বর্ষ অনার্স ও ডিগ্রি (পাস) পরীক্ষা ফেব্রুয়ারি ও মার্চ মাসে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৩-’১৪ শিক্ষাবর্ষে অনার্স ও ডিগ্রি (পাস) কোর্সের শিক্ষার্থীদের ১ম বর্ষ অনার্স এবং ১ম বর্ষ ডিগ্রি (পাস) পরীক্ষা পূর্ব ঘোষণা অনুযায়ী যথাক্রমে ফেব্রুয়ারি ২০১৫ এবং মার্চ ২০১৫ সালে অনুষ্ঠিত হবে।
সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের সম্মান এবং তিন বছরের ডিগ্রি (পাস) পরীক্ষা অনুষ্ঠানের তারিখ তথা একাডেমিক ক্যালেন্ডার ইতোপূর্বে প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্ট সকল কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহণের যাবতীয় পূর্বপ্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে, কলেজ পর্যায়ের পরীক্ষাগুলো এর পূর্বে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
মন্তব্য চালু নেই