১টি ফোনের জন্য এই যুবক যা করলো, শুনলে শিউরে উঠবেন!

হাতে টাকা নেই। কিন্তু, পছন্দের ফোনটা অর্ডার করা হয়ে গেছে। ডেলিভারি বয় কিছুক্ষণ আগেই ফোন করেছে। আসবে বলে। কী করা যায়? কোনওভাবেই পছন্দের ফোনটা হাতছাড়া করা যাবে না। এদিকে কেউ টাকা দেওয়ার নেই। ভাবতে ভাবতেই প্ল্যান ছকে ফেলল ভারতের বেঙ্গালুরুর ২২ বছরের জিম ট্রেনার কে বরুণ কুমার। ডেলিভারি বয় কলিংবেল বাজাতেই ঘটে গেল ঘটনাটি। খবর জিনিউজের।

১১ হাজার ৯৯৯ রুপির রেডমি নোট থ্রি। বছর ২৯-এর নানজুন্দা স্বামী অন্যদিনের মত সেদিনও কাস্টমারদের বাড়িতে বাড়িতে ফ্লিপকার্টের ডেলিভারি দিতে বেরিয়েছিল। বিজয়নগরে বরুণের বাড়ি যাওয়ার আগে পর্যন্তও সে জানত না যে, কী ঘটতে চলেছে। কাস্টমার বাড়িতে আছে, তাকে ফোনে জানিয়ে দেওয়া হয়েছে। এবার গিয়ে অর্ডারটা ডেলিভারি করে, পেমেন্ট মিটিয়ে নিতে হবে।

নানজুন্দা বরুণের জিমে গিয়ে পৌঁছালে তাকে দোতলায় উঠে আসতে বলে বরুণ। তারপর নানজুন্দার কাছ থেকে ফোনটি কেড়ে নিতে যায় সে। নানজুন্দা কোনওমতে নিজেকে ছাড়িয়ে পালাতে গেলে, বরুণ উপর থেকে একটি মাটির টব ছুঁড়ে মারে। অজ্ঞান হয়ে যায় নানজুন্দা। আর তখনই জিমের মধ্যে রাখা ছুরি দিয়ে গলার নলি কেটে নানজুন্দাকে খুন করে বরুণ।



মন্তব্য চালু নেই