হ্যাপি নিউ ইয়ারের সংলাপ কর্তন

২৪ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত ও ফারহা খান নির্মিত নতুন বলিউডি ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’। কিন্তু মুক্তির আগেই ভারতীয় সেন্সরবোর্ডের কর্তনের মুখে পরলো ছবিটি।

এ ছবির বেশ কিছু সংলাপ নিয়ে আপত্তি তুলেছে সেন্সরবোর্ড। তারা জানিয়েছে, ‘বাবাজী কি ঘণ্টা’, ‘তেরি মা কী’ এবং ‘মাসকুলার অ্যাস’ এই তিনটি সংলাপ পরিবর্তন করতে হবে। কি আর করার। এই সংলাপগুলো পরিবর্তন করতে বাধ্য হয়েছেন নির্মাতা ফারহা খান।

‘বাবাজী কি ঘণ্টা’ জায়গায় করা হয়েছে ‘বাবাজী কি ঠুল্লু’, ‘তেরি মা কী’ বদলে শুধু ‘কী’ রাখা হয়েছে এবং ‘মাসকুলার অ্যাস’-এর বদলে ‘মাসকুলার বাম’ করা হয়েছে।

হ্যাপি নিউ ইয়ারে



মন্তব্য চালু নেই