হ্যাপির শেষ ছবি মুক্তি পাচ্ছে আজ

রুবেল বিতর্কের পর মিডিয়া ছেড়ে অনেক দূরে চলে গেছেন মডেল-অভিনেত্রী নাজনীন আকতার হ্যাপি। এখন তিনি বিয়ে করে সংসারে মনোযোগী হয়েছেন। মন দিয়েছেন ধর্মকর্মে। পর্দা ছাড়া বাইরে বের হন না। না পারতে কারও সঙ্গে দেখা দেন না। উদ্যোক্তা হয়ে শুরু করেছেন নিজের ব্যবসা। শোবিজ পুরোপুরি এড়িয়ে চলেন। তবে নিজেকে শতভাগ আড়াল করতে পারেননি হ্যাপি। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দেশের ২৭ প্রেক্ষাগৃহে দেখা যাবে সাবেক এ অভিনেত্রীকে। মুক্তি পাচ্ছে তার শেষ ছবি ‘সত্যিকারের মানুষ- রিয়েল ম্যান’।

ছবিটি পরিচালনা করেছেন বদরুল আমিন। ছবিতে হ্যাপির নায়ক কংকন। আরও রয়েছেন সনিয়া, আলীরাজ, সুচরিতা, রেহেনা জলি, অমিত হাসান, ইলিয়াস কোবরাসহ অনেকে।

‘সত্যিকারের মানুষ’ ছবিটি পরিবেশনার দায়িত্বে রয়েছে জাজ মাল্টিমিডিয়া। ছবির নৃত্য পরিচালনা করেছেন একে আজাদ। এর তিনটি গানে কণ্ঠ দিয়েছেন কোনাল, বেলাল খান, সিথি, কিশোর ও মুন।

ছবির নির্মাতা বদরুল আমিন বলেন, ‘হুট করে ‘সত্যিকারের মানুষ’ ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক। তাই খুব বেশি প্রচারে যেতে পারিনি। রোমান্টিক-অ্যাকশন গল্পের এই ছবিটি সকলের কাছে ভালো লাগবে বলে আমার বিশ্বাস। ‘



মন্তব্য চালু নেই