হ্যাপির কারনে রুবেলের বিয়ে ভেঙ্গে গেল !
নাজনীন আক্তার হ্যাপি। সাম্প্রতিক সময়ে আবার আলোচনায় এসেছেন তার ফেসবুকে এক লক্ষাধিক ফলোয়ার যোগ হওয়ায়। হ্যাপি-রুবেলের প্রেম, হ্যাপির মামলা এসব নিয়ে কম জল ঘোলা হয়নি। কিছুদিন আগে হ্যাপি জানায় রুবেলের বিয়ে ঠিক হয়েছে। হ্যাপি আত্মহত্যার জন্য ঘুমের ওষুধও খায়। হাসপাতালে থাকতে হয় রাতভর। গত ৩ এপ্রিল হ্যাপি তার ফেসবুক স্ট্যাটাসে দাবী করে তার সাম্প্রতিক এক স্যাটাসের কারনে বাংলাদেশের ক্রিকেটের গতিদানব রুবেলের পারিবারিকভাবে ঠিক হওয়া বিয়ে ভেঙ্গে যায়।
হ্যাপির স্ট্যাটাসটি হুবুহু তুলে দেয়া হল
“একটা মজার কাহিনী বলি ,যেই মেয়েটির ছবি আমি দিয়েছিলাম ঐ ছবিটি কিছুদিন আগে কোনোভাবে রুবেল দের কেউ দেখে এবং বিয়ে থেমে গেল। কারন সবাই জানত মেয়েটি খুবই ইসলামী । লল। তারপর রুবেল আবার গতকাল আর একটি মেয়েকে দেখতে গেছে। নাম দোলা। বাগেরহাটের মুনিগনজে বাড়ি। ৮ এ পড়ে। পরপর তিনবার ফেল। বেচারি জে এস সি টপকাতেই পারছে না। বিয়ের কথা পাকা। মানুষ বিয়ের জন্য এত পাগল হয়? হায়রে! রুবেল তুমি ভুল করেও ভেবো না যে আল্লাহ পাক তোমাকে মাফ করবেন। তুমি একটি মানুষের জীবন শেষ করেছ, মিথ্যা ভালোবাসার অভিনয় করে তাকে ভোগ করেছো, তার আবেগভরা ভালবাসা আবর্জনার মত ছুড়ে ফেলেছো। রুবেল, আল্লাহ ন্যায় বিচারক । আমার চোখের পানির সবগুলো ফোটার মূল্য তোমাকে দিতে হবে। আমার দূরভাগ্য ছিল যে তুমি আমার জীবনে এসেছিলে। আর তোমার সৌভাগ্য ছিল যে আমি তোমার জীবনে এসেছিলাম। আল্লাহ পাক এর বিচার হয় ধীরে । তোমার কঠিন সাজার সময় তো সামনে। এখন শুধু সময়ের অপেক্ষা । — feeling heartbroken.”
মন্তব্য চালু নেই