হ্যাপিকে মোবাইলে হুমকি
আলোচিত চিত্রনায়িকা হ্যাপি এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের প্রেমকাহিনি নিয়ে দেশে-বিদেশে চলছে নানা গুঞ্জন। এখনো পাওয়া যায়নি হ্যাপি ও রুবেলের ফরেনসিক রিপোর্ট। তবে এ সপ্তাহের মধ্যে ফরেনসিক প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানা গেছে। তা ছাড়া তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক নেই বলে হ্যাপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রুবেল।
এদিকে হ্যাপি বলছেন ভিন্ন কথা। তিনি এখনো রুবেলের দিকে আঙুল তুলে রেখেছেন। হ্যাপিকে মামলা তুলে নিতে বিভিন্ন নম্বর থেকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন হ্যাপি।
হ্যাপি বলেন, ‘মামলা তুলে নেওয়ার জন্য আমাকে বিভিন্ন নম্বর থেকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছে যে মামলা তুলে না নিলে খুব খারাপ হবে।’
তিনি আরো বলেন, ‘আমাকে হুমকি দিলেও আমি এর সঠিক বিচার চাইব। আমি মামলা তুলে নেব না।’
মন্তব্য চালু নেই