হ্যাপিকে তীর ছুড়লেন রুবেল

শেষ হয়েও যেন তাদের মধ্যে সব কিছু শেষ হচ্ছে না। আবারও সাম্প্রতিক সময়ে রুবেল হোসেনকে অন্য এক মেয়ের সাথে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে ফেলেছেন মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি।

আর এই কারণেই, ফের ফেসবুকেই হ্যাপির দিকে অভিযোগের তীর ছুড়লেন রুবেল। এক ফেসবুক স্ট্যাটাসে জাতীয় দলের এই পেসার লেখেন –

‘সাম্প্রতিক সময়ে ফেসবুকে বিভিন্ন ভাবে আমার নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যার সাথে আমি কোনো ভাবেই জড়িত নই। বিভিন্ন ফেইক কনভারসেশন তৈরি করেও তার স্ক্রিনশট প্রচার করা হচ্ছে। পুরো ব্যাপারটা আমার সম্মানহানী করার জন্য করা হচ্ছে। নাজনীন আক্তার হ্যাপি নামের এক “Attention Seeker” মেয়ে এসব করছে। খুব শীঘ্রই আমি আইনগত ব্যবস্থা নিবো যারা এসব করছে এবং যারা এসব প্রচারে সাহায্য করছে তাদের বিরুদ্ধে। সত্যের জয় সবসময় নিশ্চিত এবং সত্যিই যে আমি নির্দোষ এটা তো আগেই প্রমাণ হয়েছে যা কারোরই অজানা নয়। তাই আমার শুভাকাঙ্ক্ষী সকলের কাছে অনুরোধ কোনো মিথ্যা নিউজে বিভ্রান্ত না হওয়ার জন্য। ধন্যবাদ পাশে থাকার জন্য।’ -Rubel



মন্তব্য চালু নেই