হ্যান্ডসাম পুরুষ নয়, হ্যান্ডসাম গোরিলাই নারী হৃদয়ে শিহরণ জাগিয়েছে!
হ্যান্ডসম পুরুষ চিরকালই নারী হৃদয়ে ঢেউ তুলেছে। কিন্তু এবার নারী হৃদয়ে শিহরণ জাগিয়েছে পুরুষের পূর্বপুরুষ। এক দীর্ঘাঙ্গী গোরিলা এখন নারী হৃদয়ে রাজ করছে। তার বাস জাপানের নাগোয়ার হিগাশিয়ামা চিড়িয়াখানায়।
তাকেই দেখতেই প্রতিদিন ভিড় জমাচ্ছেন অসংখ্য নারী। কী এমন আবেদন থাকতে পারে একটি গোরিলার মধ্যে, যার জন্য উদ্বেলিত নারী হৃদয়।
১৮ বছরের শাবানির ওজন প্রায় ১৮০ কিলো।
তাকে নাকি অসাধারণ হ্যান্ডসাম দেখতে। সুগঠিত চেহারার শাবানি আবার তার ভক্তদের জন্য একেবারে পেশাদার মডেলদের মতোই পোজ দেয়। শুধু কি তাই? মাঝেমধ্যে নাকি হাতের ওপর থুতনি রেখে এক পলকে তাকিয়ে থাকে তার মহিলা ভক্তদের দিকে!
এমনটাই জানিয়েছেন চিড়িয়াখানার মুখপাত্র তাকাইউকি ইশিকাওয়া। ২০০৭ সাল থেকে এই চিড়িয়াখানায় থাকলেও শাবানির জনপ্রিয়তা বাড়ে চলতি বছরের গোড়ার দিক থেকে, যখন তাকে চিড়িয়াখানার স্প্রিং ফেস্টিভালের জন্য ক্যাম্পেন মডেল হিসেবে ব্যবহার করা হয়।
তবে হ্যান্ডসাম হাঙ্ক শাবানি শুধুই তার মহিলা ভক্তদের সময় দেয় এমনটাও নয়, তার কড়া নজর আছে সন্তানদের উপরেও।
তথ্যসূত্র : এই সময়
মন্তব্য চালু নেই