হ্যাক হওয়া থেকে ‘ফেসবুক’ রক্ষা করবেন যেভাবে
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক। তাই কিভাবে আপনার প্রিয় ফেসবুককে নিরাপদে রাখবেন জেনে নিন। খুব সহজে ছবির মাধ্যমে জেনে নিন।
১। মেনুবারে ক্লিক করে (Setting) সেটিং অপশনে যান
২। তার পর একাউন্ট (Setting) সেটিং এ ক্লিক করুন
৩। এবার Security Setting এ ক্লিক করুন
৪। তার পর Loging Alerts অপশনে ক্লিক করুন
৫। এবার Text Messages Off থাকবে ,আপনারা সেটি ক্লিক করে on করে দিবেন।
এখানে একটি অপশন পাবেন সেখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন এবং Save বাটনে ক্লিক করে Save করে দিবেন, এখন আপনার কাজ শেষ।
এখন আপনার ফেসবুকের আই ডি/ পাসওয়ার্ড কেউ জেনে গেলেও আর আপনার ফেসবুক আর হ্যাক করতে পারবে না। কারণ প্রতিবার ফেসবুক লগিং এর সময় আপনার মোবাইলে একটি কোড আসবে, কোডটি পূণরায় খালি বক্স এ দিয়ে লগিং করুন। আর নিরাপদে ফেসবুক চালান।
মন্তব্য চালু নেই