হ্যাকিংয়ের কবলে গুগল ডটকম ডটবিডি

হ্যাকিংয়ের শিকার হয়েছে সার্চ ইঞ্জিন গুগল ডটকম ডটবিডি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার পর থেকে এই সাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে অভিযোগ করছেন।

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটর গ্রুপের (বিডিনগ) বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির বলেন, আমরা আজ সকালে গুগল ডটকম ডটবিডি (google.com.bd)-তে প্রবেশ করতে গিয়ে সমস্যা দেখতে পাই। বিষয়টি সঙ্গে সঙ্গে বিটিসিএলকে জানানো হয়েছে। সমাধানের চেষ্টা চলছে।

গুগল ডটকম ডটবিডি হ্যাক হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সুমন আহমেদ সাবির বলেন, গুগল ডটকম ডটবিডি রিডিরেক্ট হয়ে যাচ্ছে। একে বলে ‘ডিএনএস ক্যাশ পয়জনিং’। এটি এক ধরনের হ্যাকিং।

এদিকে, টিম পাক সাইবার অ্যাটাকাসদের তৈরি একটি কালো ব্যানার অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। সেখানে লেখা গুগল ডটকম ডটবিডিকে ডাউন করেছে এই টিম পাক সাইবার অ্যাটাকারস। সেখানে ফয়সাল ১৩৩৭ নামে একটি ফেসবুক আইডি রয়েছে এবং শেষে লেখা পাকিস্তান জিন্দাবাদ।



মন্তব্য চালু নেই