হ্যাকারদের নিয়ে টেলিছবি

তিন বন্ধুর একজন পুলিশ অফিসার, একজন আইনজীবী, অন্যজন হ্যাকার। বড় একটি হ্যাকিংয়ের তদন্তের দায়িত্ব পড়ে পুলিশ অন্তরের ওপর। অন্তর যখন বুঝতে পারে হ্যাকার তার বন্ধু কৌশিক, তখন তার আইনজীবী স্ত্রী বিভা দাঁড়ায় কৌশিকের পক্ষে। কারণ, কৌশিক বিভারও বন্ধু। এ ঘটনাকে কেন্দ্র করে অন্তর ও বিভার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়।

এমন সময় জানা যায়, কৌশিক হ্যাকিং করলেও কারো কোনো ক্ষতি করে না, শুধু সার্ভারের দুর্বলতা ধরিয়ে দিতেই তার হ্যাকিং।

এটিই হচ্ছে বাংলাদেশী হ্যাকাদের নিয়ে চ্যানেল আই নির্মিত বিশেষ টেলিছবি ‘ত্রিশূল’-এর কাহিনী। এটি রচনা ও পরিচালনা করেছেন রাজিব হাসান।

বিভিন্ন চরিত্রে অভিনয়ে আছেন ফারহানা মিলি, গোলাম মাওলা শ্যামল, জুয়েল নীল, আশরাফুল আশিস, ফরহাদ লিমন, নিরু, রহমত, জিনিয়া প্রমুখ।

প্রচারিত হবে ১৭ ফেব্রুয়ারি বিকেল ৩.০৫ মিনিটে।



মন্তব্য চালু নেই