হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর
নিঃশব্দে আরো বেশ কিছু আপডেট হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ-এ। ইমোজি-তে নয়া সংযোজন তো হয়েইছে। এবার হোয়াটসঅ্যাপ-এ টেক্সট করা যাবে বোল্ড, ইতালিক বা স্ট্রাইকথ্রু ফরম্যাটে। খুব শিগগিরই এই সুবিধা চালু হয়ে যাচ্ছে এই জনপ্রিয় মেসেঞ্জারে।
মেসেজ লেখার সময়ই অপশন থাকবে বোল্ড, ইটালিক বা স্ট্রাইকথ্রু করার। সেখানে টাচ করলেই লেখা নিজের মতো পরিবর্তন করে নেয়া যাবে। আবার কোনো মেসেজ বোল্ড, ইতালিক- দুটোই করতে চাইলে, সে অপশনও থাকবে হোয়াটসঅ্যাপে।
iOS ও অ্যান্ড্রয়েডে স্বয়ংক্রিয় ভাবেই এই আপডেট হয়ে যাবে হোয়াটসঅ্যাপে।-টাইমস অফ ইন্ডিয়া
মন্তব্য চালু নেই