হোয়াটসঅ্যাপে দীর্ঘক্ষণ চ্যাট: মেয়ে ও তার প্রেমিককে হত্যা
হোয়াটসঅ্যাপ প্রেমিকের সঙ্গে দীর্ঘ সময় ধরে চ্যাট করার অপরাধে মেয়ে ও তার প্রেমিককে হত্যা করেছে এক বাবা। ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় এই ঘটনা ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে,আগ্রার বাসিন্দা ভারতী কুশওয়াহার (২১) সম্পর্ক ছিল একই গ্রামের বাসিন্দা নরেশ কুমার সিংয়ের (২৪) সঙ্গে। দীর্ঘক্ষণ হোয়াটস অ্যাপে কথা হতো তাদের। তবে এই ব্যাপারটি ভালোভাবে নেয়নি ভারতীর পিতা গিরিরাজ। তিনি চেয়েছিলেন অন্য একজনের সঙ্গে মেয়ের বিয়ে দিতে। মেয়ে কথা না মানায় পরিবারের সম্মান খারাপ হচ্ছে এই অজুহাতে দুইজনকেই খুন করার সিদ্ধান্ত নেন গিরিরাজ।
হত্যার পরিকল্পনার অংশ হিসেবে, ভারতী ও নরেশকে বিয়ে দেয়ার কথা বলে দুইজনকেই শহরের বাইরে আগ্রা-রাজস্থান সীমান্তে এক নিরিবিলি জায়গায় ডাকেন গিরিরাজ। এরপরই পিটিয়ে দুইজনকেই হত্যা করেন গিরিরাজ।
গত রোববার ঢোলপুরের কাছে ঝোপের মধ্যে দুই যুগলের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। পরে ভারতীর বাবাসহ তার পরিবারের সদস্যদের থানায় নেয়া হয়। একই সঙ্গে নরেশের পরিবারকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মন্তব্য চালু নেই