হোলি উৎসবে শাহরুখ-গৌরীর লীলা (ভিডিও)

দোলযাত্রা হিন্দু বৈষ্ণবদের ধর্মীয় উৎসব। বাংলাদেশে এই উৎসবটি ‘দোলযাত্রা’ বা ‘দোলপূর্ণিমা’ নামে পরিচিত। সে যাইহোক, এদিন রঙের উৎসবে মাতোয়ারা থাকেন সব বাঙ্গালি। এবারও তার ব্যতিক্রম ছিল না। হোলির আনন্দে বলিউড তারকারাও ভীষণভাবে মেতে উঠেছিল।

তবে মজার ব্যাপার হচ্ছে ৯০-এর দশকের এমন একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে শাহরুখ খানকে তার স্ত্রী গৌরীর সঙ্গে দোল খেলতে দেখা যাচ্ছে।

ভিডিওতে আরো দেখা যায়, একটি হোলি পার্টিতে রঙের খেলায় মাতোয়ারা শাহরুখ ও গৌরী। ওই পার্টিতে পরিচালক সুভাষ ঘাই, মণিকা বেদী, রাকেশ রোশনের মতো অনেক বলিউড তারকারা মেতে উঠেছেন।

দেখুন : শাহরুখ-গৌরীর প্রকাশিত ভিডিও

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=3S8OS8vfWH4



মন্তব্য চালু নেই