হোটেলে নিয়ে তিনদিন ধরে কিশোরীকে লাগাতার ধর্ষণ

আবারও গণধর্ষণের শিকার হলো এক কিশোরী। আজ শুক্রবার ভারতের ইংরেজ বাজারের রথবাড়ি এলাকা থেকে এক ১৭ বছরের কিশোরীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে। খবর ভারতীয় গণমাধ্যম।

এরপর স্থানীয় বাসিন্দারা ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ওই কিশোরীকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। সেখানে এদিন তার ডাক্তারি পরীক্ষা হওয়ার কথা।

জানা গেছে, উদ্ধার হওয়া মহিলা ইংরেজবাজারের নঘরিয়া এলাকার বাসিন্দা। গত মঙ্গলবার তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে এলাকার চার যুবক তুলে নিয়ে যায়। এর পর ওই কিশোরীকে এক হোটেলে নিয়ে গিয়ে তিনজন লাগাতার তিনদিন ধরে ধর্ষণ করেছে বলে খবর। গোটা ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। মিঠুন রবি দাস নামের গ্রেফতার হওয়া ব্যক্তিই ওই কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তুলে নিয়ে গিয়েছিল বলে পুলিশের ধারনা।



মন্তব্য চালু নেই