হে ঈদ
হে ঈদ
শাহিন আলম
এসেছিলে তুমি, নিদারুন উন্মাদনা নিয়ে
ঠিক যেন, গ্রীষ্মের আম কুড়ানোর মত,
তোমারি আগমনে, পূর্ন হল ভূলোক
হাসি, খুশি আর আনন্দ- বেদনায় কত।
এসেছিলে তুমি, আনন্দ বাণী রুপে
ঠিক যেন, অনাহারীর মুখের আহার
তোমারি আগমনে, প্রাণ ফিরে এল
আনন্দ বঞ্চিত- আবেগঘন, ক্ষুধিত জনতার।
এসেছিলে তুমি, উন্মাদ শিহরন হয়ে
ঠিক যেন, দক্ষিণা বাতাসের মত,
তোমারি আগমনে, গাহিল ধরণী
বরনময়ি, আগমনি গান কত।
কিন্তু, চলে গেলে তুমি, শূন্যতা দিয়ে
ঠিক যেন, কাক ডাকা গ্রীষ্মের মত
তোমারি বিদায়ে, বিলীন হয়ে গলে
আনন্দ, হাসি, খুশি ছিল যত।
আবারও তুমি আসবে ফিরে
বেদনাভরা এই ধরনীর পরে
রহিয়াছে বসে অধীর অপেক্ষায়
আনন্দময়ি, স্বধীনতাকামি- বিপুল জনতায়।
মন্তব্য চালু নেই