হেরে যা বললেন মাশরাফি
দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে রোববার মুখোমুখি হয় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচ জিতে দারুণ শুরুর লক্ষ্য নিয়ে মাঠে নামলেও পরিকল্পনা অনুযায়ী কাজ হয়নি বাংলাদেশের। বোলাররা বল হাতে তাদের কাজটুকু করে দিলেও ব্যাটসম্যানরা হতাশ করেছেন। ফলে প্রথম ম্যাচেই ৫২ রানে হার মেনেছে বাংলাদেশ। ম্যাচ শেষে প্রেজেন্টেশন সিরিমনিতে মাশরাফি জানিয়েছেন, ভালো জুটির অভাবেই তারা হেরেছেন। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
‘আমাদের বোলাররা ভালো বল করেছে। তবে তাদের ১৩০ রানের মধ্যে আটকে দিতে পারলে ভালো হতো। তার ওপর ব্যাট করতে নেমে আমরা ভালো জুটি গড়তে পারিনি। আজকের উইকেট কিছুটা স্লো ছিল। সে অনুযায়ীই আমরা পরিকল্পনা সাজিয়েছিলাম। আমি বলব সব বোলারই ভালো বল করেছে। ব্যাটসম্যানরা অনেক শট খেলেছে। কিন্তু সেগুলো ঠিক জায়গায় খেলতে পারেনি। আশা করছি, পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াব।’
মন্তব্য চালু নেই