হেরেও ক্রিকইনফোর কাছে জয়ী ভারত!

ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। ভারতের মালিকানায় পরিচালিত এ ওয়েবসাইটে ক্রিকেটের সকল প্রকার খবর প্রকাশ করা হয়। কিন্তু জনপ্রিয় এ ওয়েবসাইটেই যে ভুল খবর প্রকাশিত হলো তা দেখে স্তম্ভিত কোটি ক্রিকেট ভক্ত।

নিজেদের প্রথম ম্যাচে কিউইদের বোলিং তোপে মাত্র ৭৯ রানে অলআউট হয়ে ৪৭ রানের লজ্জাজনক পরাজয় বরণ করতে হয় ভারতকে। তবে ম্যাচটিতে ভারত হারার পরও ক্রিকইনফো প্রকাশ করে ভারত ৪৭ রানে জিতেছে! এ ঘটনায় সবার মনেই প্রশ্ন জেগেছে যে এটি আসলে ইচ্ছাকৃত ভুল ছিল কিনা।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে সমালোচনার ঝড় উঠেছে। সেখানে বেশিরভাগ মানুষেরই অভিমত ইএসপিএন ক্রিকইনফো কাজটি ইচ্ছাকৃত ভাবেই করেছে। যদিও ওয়েবসাইটটি কিছুক্ষণের মাঝেই তাদের ভুল সংশোধন করে ফেলে।



মন্তব্য চালু নেই