‘হেরা ফেরি থ্রি’ তে থাকছেন না সুনীল শেঠী
অক্ষয় কুমার ও সুনীল শেঠী অভিনীত ‘হেরা ফেরি’ একেবারে বলিউড মাত করে দিয়েছিল। এই সিনেমারই নতুন সিরিজ ‘হেরা ফেরি থ্রি’ নিয়েও সকলের মনে আগ্রহের অন্ত নেই। তবে অক্ষয়ের পরে এবারে সুনীলও এই সিনেমা থেকে সরে দাঁড়ালেন।
‘হেরা ফেরি থ্রি’র চিত্রনাট্য নাকি এখনো চূড়ান্ত হয়নি। ১২ জুন নাগপুরে এই সিনেমার শুটিং শুরু হবার কথা থাকলেও পরে তা মুম্বাইতে নেয়া হয় এবং তার শুটিং এখনো পর্যন্ত হয়নি। আবার, দুবাইতে এক মাস শুটিংয়ের কথা তাকলেও সেখানে মাত্র ২/৩ দিনেই তা শেষ করা হয়। আর এসব কারণেই সুনীল ঠিক করেছেন এই সিনেমায় তিনি আর থাকবন না।
তবে নির্মাতা নীরাজ ভোরা এই কথাগুলোকে ভিত্তিহীন বলে জানিয়েছেন। এখন দেখার পালা ‘হেরা ফেরি থ্রি’ এর ভাগ্যে শেষ পর্যন্ত কী রয়েছে।
মন্তব্য চালু নেই