হেঁচকি উঠলে কেন বলা হয় ‘‘কেউ নাম করছে’’? জানলে অবাক হবেন…

হেঁচকি উঠলেই বলা হয়, কেউ নাম করছে। মা-কাকিমারা হামেশাই এই কথা বলে থাকেন। কিন্তু কেন তাঁরা এ কথা বলেন? স্রেফ কথার কথা? নাকি, নেপথ্যে যুক্তিও রয়েছে।

হেঁচকি থামাতে কেন বলা হয় যে, কেউ না কেউ নাম করছে? স্রেফ গল্পকথা ভেবে একে উড়িয়ে দেওয়ার কোনও কারণ নেই। যে যুক্তি এর পিছনে কাজ করছে, তা অত্যন্ত সহজ।

চেনাশোনা কোনও ব্যক্তির নাম করলে, মনঃসংযোগ ঘুরে যায় সেই নির্দিষ্ট ব্যক্তির দিকে। তাঁকে নিয়ে শুরু হয় আলোচনা। বেশিরভাদ ক্ষেত্রেই এমন কারও নাম করা হয়ে থাকে, যাঁর সঙ্গে বৈর রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তির। বা এমন কোনও ব্যক্তির নাম করা হয়, যাঁর সঙ্গে বহু দিন যোগাযোগ নেই। মূল কথা, মনঃসংযোগ হেঁচকি থেকে ঘুরিয়ে সেই ব্যক্তির দিকে নিয়ে যাওয়া। এর ফলে সেই ব্যক্তির হেঁচকি কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।

ফলে মুখে পেনসিল রেখে গ্লাসের পর গ্লাস জল খাওয়া বা ঝুঁকে কষ্ট করে জলের গ্লাস ফাঁকা করার কোনও প্রয়োজন নেই।



মন্তব্য চালু নেই