হৃত্বিকের বন্ধুকে বিয়ে করছেন সুজানা খান?
শোনা যাচ্ছে হৃত্বিকের সাবেক স্ত্রী সুজানা খান নাকি এবার বিয়ে করতে যাচ্ছেন। দীর্ঘ তোরো বছরের সংসার করার পর ২০১৪ এর মে মাসে হৃত্বিক সুজানা বিবাহ বিচ্ছেদ করেন। যদিও তাদের সংসার খুব সুখের ছিল।
এইতো কিছুদিন আগেই শোনা গিয়েছিলো হৃত্বিক নাকি কঙ্গনার সঙ্গে প্রেমে জড়িয়েছেন। তবে সে আশায়ও গুড়েবালি।
এবার শোনা যাচ্ছে হৃত্বিকের এক বন্ধুকেই নাকি বিয়ে করতে পারেন সুজানা। তাই সময়ই বলে দেবে পানি কোন দিকে গড়াবে। জানা যায়, এক ঘরোয়া পার্র্টিতে পরিচয় হয়েছিলো তাদের। তারপর থেকেই ঘনিষ্ঠতা ও প্রেম।
মন্তব্য চালু নেই