হুজুরের পানি পড়া খেয়ে ২ কিশোরীর মৃত্যু শয্যায়

মোহাম্মদ শামছুদ্দোহা, লামা (বান্দরবান) : লামা উপজেলার পার্শ্ববর্তী বমু বিলছড়ি ইউনিয়নের পূব পাড়ায় হুজুরের পানি পড়া খেয়ে মৃত্যু পথযাত্রী দুই বোন। এরা হল পূর্বপাড়ার বাসিন্দা আবু শামার মেয়ে তৃষ্ণা বেগম (১৪) ও আবদুল হাই এর মেয়ে ছামিয়া বেগম (১৫)।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় তৃষ্ণার পেটে ব্যাথা শুরু হয়। এসময় তার পার্শ্ববর্তী জেঠাত বোন ছামিয়া তাকে দেখতে আসে। হুজুরের পড়া পানি ভেবে ভূল করে ঘরের বোতলে রক্ষিত বাসুডিনের পানি পান করে তৃষ্ণা। তৃষ্ণাকে পানি পান করতে দেখে পবিত্র মনে করে ছামিয়াও একই পানি পান করে। সম্পর্কে তারা চাচতো-জেঠাত বোন। পরে স্বজনেরা তাদেরকে দ্রুত উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
লামা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শফিউর রহমান মজুমদার দুই বোনের বিষপানের সত্যতা নিশ্চিত করে বলেন, তৃষ্ণা বেগমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বুধবার বিকালে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য চালু নেই