হিলি সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় যুবক নিহত
দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবির গুলিতে এক ভারতীয় নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকালে হিলি খেলার মাঠ এলাকায় নিহত বিটন (৩৩) ভারতের হিলি থানার দক্ষিণ পাড়ার বৈদ্য রায়ের ছেলে।
বিজিবি দিনাজপুর সেক্টরের মেজর রবিউল ইসলাম বলেন, বিকাল সোয়া ৫টার দিকে বাংলা হিলি রেলস্টেশন থেকে একটি মালবাহী ট্রেন জয়পুরহাট যাচ্ছিল।
ট্রেনটি হিলি সীমান্তের ফুটবল খেলার মাঠের কাছাকাছি এলে ভারতীয় চোরাকারবারিরা বাংলাদেশ অংশে ঢুকে ওই ট্রেনে অবৈধ ভারতীয় পণ্য ওঠাতে থাকে।
এ সময় বিজিবি সদস্যরা বাধা দিলে বিটন বিজিবিকে লক্ষ্য করে পিস্তল থেকে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলি করলে বিটন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন।
এই ঘটনার পরপর বিএসএফ সদস্যরা বেশ কয়েক রাউন্ড গুলি করলে জবাবে বিজিবিও গুলি ছোড়ে বলে জানান তিনি।
মেজর রবিউল আরও জানান, লাশ বিজিবি হেফাজতে আছে এবং সীমান্তে উভয়পক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।
মন্তব্য চালু নেই