‘হিরোস রিবর্ন’-এ ভারত বংশোদ্ভুত অভিনেত্রী নাজনীন!
জনপ্রিয় টিভি সিরিজ ‘হিরোস’-এর সাম্প্রতিক সিক্যুয়াল ‘হিরোস রিবর্ন’-এ অভিনয় করতে যাচ্ছেন ইন্দো-কানাডিয়ান বংশোদ্ভুত অভিনেত্রী নাজনীন কন্ট্রাক্টর।
জনপ্রিয় ‘হিরোস’ সিরিজের নতুন প্রজেক্ট ‘হিরোস রিবর্ন’-এ অভিনয় করতে নাম লিখিয়েছেন অভিনেত্রী নাজনীন কন্ট্রাকটর। এমন জনপ্রিয় টিভি সিরিজে অভিনয় করার সুযোগ পেয়ে দারুস উচ্ছ্বসিত তিনি। যদিও এই প্রস্তাব তার কাছে হুট করেই আসে। তবে নতুন এই সিরিজে শুধু নাজনীন নয়, আরো একাধিক নতুন মুখকে অন্তর্ভূক্ত করেছেন নির্মাতা।
জানা গেছে, ৩২ বছর বয়সী অভিনেত্রী নাজনীন ‘হিরোস রিবর্ন’ টিভি সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।
উল্লেখ্য, ‘হিরোস’–এর জনক টিম ক্রিংয়ের সর্বশেষ প্রজেক্ট হচ্ছে ‘হিরোস রিবর্ন’। এর আগে তিনি ‘হিরোস’ –এর চিত্রনাট্য লিখে ব্যাপক জনপ্রিয় হয়েছিলেন।
মন্তব্য চালু নেই