হিটলার আমলের ‘স্বর্ণভর্তি’ ট্রেনের সন্ধান

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়ে অর্থ্যাৎ ১৯৪৫ সালে অ্যাডল্ফ হিটলারের আমলে এক স্বর্নভর্তি ট্রেন হারিয়ে বলে জনশ্রুতি আছে। তবে ৭০ বছর আগের সেই হারিয়ে যাওয়া স্বর্ণভর্তি ট্রেনটি সন্ধান পাওয়ার দাবি করেছেন গুপ্তধন সন্ধানকারীরা। খবর সিএনএন।

খবরে বলা হয়, পোলান্ডের পর্বতসঙ্কুল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়ালব্রিচ জেলায় এর সন্ধান পাওয়ার দাবি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

জনশ্রুতি অনুসারে সেটি ওয়ালব্রিচের উদ্দেশ্যে তৎকালীন জার্মানির রোক্লো ত্যাগ করে। কিন্তু আর কখনো গন্তব্যে পৌঁছাতে পারেনি।

এখন দুজন লোক, যাদের একজন জার্মান এবং একজন পোলান্ডবাসী, বলছেন যে তারা ১৫০ ফুট দীর্ঘ ট্রেনটি খুঁজে পেয়েছেন। এতে কোটি কোটি টাকার স্বর্ণ রয়েছে বলে দাবি করেছেন তারা।
ওয়ালব্রিচ জেলা পরিষদের কর্মকর্তা মারিকা তোকারস্কা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সেটি ছিল একটি সামরিক ট্রেন। ফলে সেটিতে অবিস্ফোরিত বোমাসহ নানা অস্ত্রশস্ত্র থাকাটা অস্বাভাবিক নয়। এমনকি সেটিতে নাৎসি আমলের পরমাণু প্রযুক্তিও থাকতে পারে। তাই সামরিক বিশেষজ্ঞদের সহায়তা চেয়েছে জেলা পরিষদ।
প্রসঙ্গত, পোলান্ডের আইন অনুসারে কেউ গুপ্তধনের সন্ধান পেলে তাকে তার ১০ ভাগ দেয়া হয়।



মন্তব্য চালু নেই