একজন তরুন কবির বিপ্লবী কবিতা
“হায়েনা”
“হায়েনা”
– খন্দকার আরিফুল ইসলাম
আমার জন্ম তোদের ধ্বংস করার জন্য-
আমি ভাঙ্গব সব হায়েনার ঘর
তোলপাড় করব আমি, নদী বালুচর।
আমি ভাঙ্গব তাদের দাঁত,
নিজ স্বার্থের জন্য যারা গোটা জাতিকে করে কুপোকাত।
আমি ছিঁড়ব তাদের চুল,
ক্ষুধার্ত মানুষের খাদ্য খেয়ে করছে যারা ভুল।
আমি তুলব তাদের চামড়া,
দুর্বলের বুকে লাথি মেরে যারা বলে শক্তিমান আমরা।
আমি কাটব তাদের হাত,
যারা কেড়ে নেয় অনাথ মানুষের মুখের ভাত।
আমি গুড়িয়ে দেব তাদের পা,
দারিদ্র্যের পেটে লাথি মেরে যারা হাসে হা-হা-হা ।
আমি ভাঙ্গব তাদের কোমড়,
যাদের মধ্যে আছে এই সব গোমড়।
আমি গুড়ো করব তাদের হাড়,
অসহায় মানুষের টাকা মেরে যারা গড়ে জুয়ার ঘর।
আমি দিব তাদের কষ্ট,
সাধারন মানুষের টাকা যারা মদ খেয়ে করে নষ্ট।
আমি তুলব তাদের খুলি,
মানুষ হয়েও মনুষত্বের কথা গেছে যারা ভূলি।
আমি জ্বালাব তাদের বিশ্ব,
যারা নিজে ধনী হয়ে অন্যকে করেছে নিঃস্ব।
লেখক: কবি, কলামিষ্ট, রাজনীতিক
মন্তব্য চালু নেই