হায়দরাবাদবাসী মিস করবে মোস্তাফিজকে

ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে হায়দরাবাদে অবস্থান করছে।

রোববার প্রস্তুতি ম্যাচে ভারত ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

অনেকেই ভেবেছিলেন ভারতের বিপক্ষে টেস্টে হয়তো দেশসেরা পেসার মোস্তাফিজকে স্কোয়াডে রাখা হবে। কিন্তু শেষ পর্যন্ত তাকে রাখা হয়নি।

এ সিরিজে পুরো বাংলাদেশের সঙ্গে মোস্তাফিজকে মিস করবে হায়দরাবাদবাসী।

কেননা গত আইপিএলে মোস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপা ঘরে তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। পুরো টুর্নামেন্টে অসাধারণ বোলিং করেছিলেন এ বাম-হাতি পেসার।

টুর্নামেন্টে শুধু একটি ম্যাচই মুস্তাফিজ খেলতে পারেননি হ্যামস্ট্রিংয়ের চোটে। বাকি ১৬ ম্যাচ খেলে ১৭ উইকেট পেয়েছেন। যৌথভাবে টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৬.৯০। কমপক্ষে ২০ ওভার বোলিং করা বোলারদের মধ্যে যেটি টুর্নামেন্টে সবচেয়ে মিতব্যায়ী বোলিং।

আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটারও নির্বাচিত হয়েছিলেন মোস্তাফিজ। তার জাদুকরি বোলিংয়ে মুগ্ধ পুরো ক্রিকেটে বিশ্ব। আর হায়দরাবাদবাসীতো এক কথায় বলতে গেলে মোস্তাফিজের বড় ভক্ত। তার প্রমাণ আইপিএল চলাকালেই গ্যালারিতে দেখা গেছে।

হাজার হোক সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম শিরোপা ঘরে তোলার অন্যতম সৈনিক ছিলেন মোস্তাফিজ। তাকে তো মিস করবেনই হায়দরাবাদবাসী!



মন্তব্য চালু নেই