হাসিনা নকল করে পাস করেছেন
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নকল করে পাস করেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নকল করে পাস করায় জনগণের মনের কথা বোঝেন না। সরকার দলীয়করণ করতে গিয়ে শিক্ষাব্যবস্থাকে কালিমাযুক্ত করেছে। এ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করে। আর শিক্ষাব্যবস্থা ধ্বংস করা মানে জাতির মেরুদণ্ডতে আঘাত করা। শিক্ষামন্ত্রীর বক্তব্য দুর্ভাগ্যজনক। তার বক্তব্যে জনগণ ধিক্কার জানিয়েছে।’
রোববার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হবিগঞ্জে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তাকে চূড়ান্ত পতনের আগে পাগলের প্রলাপ ও প্রজ্জলিত রোষানলে মহাকুণ্ডলি বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘কি ভয়ঙ্কর ভাব ধরে প্রধানমন্ত্রী কি বক্তব্য রাখেন। তার বক্তব্য নিম্নরুচির বহিঃপ্রকাশ, দুর্বল কাণ্ডজ্ঞান ও মনোবৈকল্যগ্রস্ত মানসিকতার বহিঃপ্রকাশ। এই বক্তব্য বিষাধ ঘনঘোর পতনের আগে সরকার প্রধানের উম্মত্ত বিলাপ।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রিত্ব ও ক্ষমতা হারানোর ভয়ে হাসিনা আরো নিষ্ঠুর আকার ধারণ করেছেন। বেগম খালেদা জিয়ার জনসভার কথা শুনলে হাসিনার গায়ে ১০৪-১০৫ ডিগ্রি জ্বর উঠে। তাই হাসিনা পুলিশের সহযোগিতায় কুমিল্লা জনসভার আগে ও পরে জেলার বিভিন্ন স্থানে ভয়াবহ দানবীয় তাণ্ডব চালিয়েছে।’
এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জেডএম জাহিদ হোসেন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।
মন্তব্য চালু নেই