হাসিনার প্রতি খোকার ঘৃণা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ঘৃণা প্রকাশ করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। বুধবার বিকেলে রাজধানীর ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনার প্রতি ঘৃণা জানাই। বিবেক থাকলে নারায়ণগঞ্জের ঘটনার প্রথম দিনেই তিনি পদত্যাগ করতেন।’

খোকা বলেন, ‘সরকার জনবিচ্ছিন্ন হয়েছে গেছে। তাদের কর্মসূচিতে লাফাংগা পোলাপান দেখা যায়। তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল। গুম, খুন, ডাকাতি, চাঁদাবাজি যতো করো সমস্যা নাই। তাদের টিকিয়ে রাখলেই হলো।’

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক করে দিয়ে খোকা বলেন, ‘গুম-খুনের সঙ্গে জড়িত হলে জনগণ তার ব্যবস্থা নেবে।’

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের ঘটনায় যে ব্যবস্থা নেয়ার কথা ছিল সরকারের ফ্যাসিবাদী আচরণ, প্রতিবন্ধকতার কারণে সেখানে যেতে বিলম্ব হয়েছে। যাত্রাবাড়ী এলাকায় যে সমাবেশ হবে তা ওই অঞ্চলের সর্ববৃহৎ সমাবেশ হবে। তবে এটা দলের শক্তি প্রদর্শনের জন্য নয়। দেশের মানুষ যে ফুঁসে উঠেছে তার বহিঃপ্রকাশ ঘটাতে হবে।’



মন্তব্য চালু নেই