হাসিনার নিরাপত্তা চাইলেন খালেদার উপদেষ্টা
বিএনপির গণঅনশন কর্মসূচিতে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা চাইলেন বেগম খালেদা জিয়ার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা শফিক রেহমান।
রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপির গণঅনশনে এসে তিনি বলেন, ‘আমি এখানে সংহতি প্রকাশ করতে আসি নাই। আমি অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংহতি প্রকাশ করছি। দেশে যেভাবে গুম, খুন, হত্যা হচ্ছে তাতে আমি তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।’তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া নিরাপত্তাহীনতায় ভুগছেন না। শেখ হাসিনা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার বাড়ির পাশে এবং তার বহর দেখলে বোঝা যায় তার কতটুকু নিরাপত্তা রয়েছে।’
মন্তব্য চালু নেই