হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি, তথ্য গোয়েন্দার হাতে
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াত জোট লতিফ সিদ্দিকীর ইস্যুতে মাঠ গরম করতে না পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের হত্যার গভীর চক্রান্ত করছে। যার কিছু তথ্য গোয়েন্দা সংস্থার কাছে এসেছে।
হানিফ বলেন, ‘সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে গ্রেপ্তারের ষড়যন্ত্র করছে সরকার। আমি বলতে চাই, নতুন করে খালেদা জিয়াসহ কারো বিরুদ্ধেই কোনো মামলা হয়নি। তাহলে হঠাৎ করে তিনি এমন কথা কেন বলছেন। এটা নিছক কোনো সাদামাটা কথা নয়। নিশ্চয় এর পিছনে কোনো চক্রান্ত আছে।’
মঙ্গলবার বিকেলে রাজধানীর ওয়াবদা ভবনে শ্রমিক লীগের ৪৫ বছর উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ফখরুলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘লতিফ সিদ্দিকীর ইস্যু বিএনপি রাজনীতি করার যে স্বপ্ন দেখেছিল প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে সে আশা গুড়েবালি হয়েছে। আমি মনে করি লতিফের নিয়ে রাজনীতি করার ইস্যু শেষ হয়ে গেছে। এটা নিয়ে রাজনীতি করার সুযোগ নাই। তাই তারা ( বিএনপি) নতুন করে চক্রান্তে মেতে উঠেছে। চক্রান্তের অংশ হিসেবে তারা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে।’
আগামী ২৪ তারিখ আওয়ামী লীগের কার্যনির্বাহি কমিটির বৈঠকে লতিফ সিদ্দিকীর প্রাথমিক সদস্য পদ বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান হানিফ।
বক্তব্যের শুরুতে ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত শ্রমিক লীগের জন্মদিন এমন অনাড়ম্বর হবে এটা মেনে নেয়া যায় না। আশা করি আগামী দিনে শ্রমিক লীগের নেতার এ বিষয়ে খেয়াল রাখবেন।’
আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ শ্রমিক লীগের সভাপতি শুক্রর মাহমুদসহ কেন্দ্রীয় নেতারা।
মন্তব্য চালু নেই