হাসপাতাল থেকে উধাও রিজভী!

হাসপাতাল ছেড়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে পুলিশ প্রহরায় ভর্তি ছিলেন তিনি। তিনদিন আগে দলীয় কার্যালয় থেকে তুলে নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেছিল পুলিশ। তবে তিনি এখন কোথায় অবস্থান করছেন তা নিশ্চিত হওয়া যায়নি। আবার বিএনপির দাবি, পুলিশ তাকে অন্য কোথাও নিয়ে গেছে।

তবে অ্যাপোলো হাসপাতালের ডিউটি ম্যানেজার মফিজুল ইসলাম বলেন, ‘ভোর ৪টার পর থেকে রিজভীকে পাওয়া যাচ্ছে না।’

হাসপাতাল ছাড়ার ক্ষেত্রে আনুষ্ঠানিকতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তিনি তো পালিয়ে গেছেন। আর কেউ পালিয়ে গেলে, আনুষ্ঠানিকতা করবো কী করে?’

পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সাইদুর রহমান বলেন, ‘ওনি পালাবেন কেন? সুস্থ হওয়ার পর ডাক্তার তাকে রিলিজ দিয়েছেন, তাই হয়তো তিনি হাসপাতাল ছেড়ে চলে গেছেন।’

রিজভীর ঘনিষ্ঠজন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক প্রফেসর আমিনুল বলেন, ‘আমরাও শুনেছি রিজভী ভাই হাসপাতালে নেই। কিন্তু তার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। এতো পুলিশি প্রহরায় হাসপাতাল থেকে তিনি পালিয়ে যান কীভাবে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে অন্য কোথাও নিয়ে গেছে হয়তো।’

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ‘আমরাই তো তাকে খুঁজছি। তিনি কোথায় আছেন আমরা জানি না।’

এদিকে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রিজভী আহমেদ বলেন, ‘আমি আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ। আমাকে পুলিশ কোনো মামলায় আটক করেছে কি না এ বিষয়ে কিছুই জানায়নি।’ তার রুমের আশপাশে গোয়েন্দা ও পুলিশ সদস্যরা পাহারা দিচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।

পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, ‘আমরা তো তাকে আটকই করিনি। তিনি যদি চলে গিয়ে থাকেন তাহলে সেটা হাসপাতাল কর্তৃপক্ষের বিষয়।’

উল্লেখ্য, গত শনিবার রাতে ডিবির একটি দল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে অসুস্থ রিজভী আহমেদকে ধরে নিয়ে যায়। ডিবির দাবি, রিজভী অসুস্থ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে আটক করা হয়নি।



মন্তব্য চালু নেই