হাসপাতালে শচীন
খেলার সময়ই পায়ে চোট পেয়েছিলেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। আর সেই চোটই অবসরের এতোদিন পরও ভোগাচ্ছে। সে কারণেই নিজের বাঁ হাঁটুতে আবারো অস্ত্রোপচার করালেন শচীন।
লন্ডনের একটি হাসপাতালে তার এ অস্ত্রোপচার হয়। অপারেশনের পর ফেসবুক অ্যাকাউন্টে নিজেই পায়ের ছবি প্রকাশ করেন তিনি।
শচীন ছবির ক্যাপশনে লিখেছেন, ‘কিছু চোট অবসরের পরও ভোগায়। তবে আমি খুব তাড়াতাড়ি সেরে উঠবো আর যা করতে ভালোবাসি সেই কাজ আবার শুরু করবো।’
ফেসবুকে শচীনের দেয়া এই ছবিতে হাজার হাজার লাইক ও কমেন্ট করছে তার ভক্তরা। কেউ কেউ তাকে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছেন।
মন্তব্য চালু নেই