হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী
দ্য ডিসকো ড্যান্সার খ্যাত টলিগঞ্জ ও বলিউডের জনপ্রিয় চলচ্চিত্রাভিনেতা মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রোববার গভীর রাতে জ্বর ও পেটে ব্যাথা নিয়ে তিনি মুম্বাইয়ের ক্যান্ডিভেলি হাসপাতালে ভর্তি হন। সোমবার সকালে তাকে অন্য আরেকটি হাসপাতালে সরিয়ে নেওয়া হয়।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, চিকিৎসকরা তাকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে সারদা চিট ফান্ড কেলেঙ্কারিতে সুবিধা নেবার অভিযোগে গত সপ্তাহে মিঠুনকে কলকাতায় এক গোপন জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা জেরা করেন দীর্ঘ সময় ধরে। তবে মিঠিুন ইডিকে জানিয়েছেন যে, তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যে সোয়া কোটি রুপি সারদার কাছ থেকে নিয়েছিলেন তা ফেরত দিয়ে দেবেন। মিঠুনের এই প্রস্তাবে গোয়েন্দারা সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই