হাশিম আমলার বিশ্বরেকর্ড
শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপের খেলায় ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক বিশ্বরেকর্ড গড়ছেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটস্যমান হাশিম আমলা।
শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে করেছেন ৫৮। এই ইনিংসের পথেই গড়ে ফেলেছেন অপরাজিত থেকে টানা সবচেয়ে বেশি রানের রেকর্ড! আউট হওয়ার আগে টানা দুই ম্যাচ অপরাজিত থেকে ২২৪ রান করেছেন আমলা।
এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুবার আউট হওয়ার মাঝে সবচেয়ে বেশি রানের আগের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের ২১৬। এছাড়াও আউট হওয়ার আগে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি করেছিলেন টানা ১৯৯ রান।
মন্তব্য চালু নেই