হারের পর সতর্ক ব্রাজিলের পুলিশ

জার্মানির কাছে হারের পর ব্রাজিলে বিক্ষোভ দানা বেঁধে ওঠার আশঙ্কা করা হচ্ছে। এজন্য সবোর্চ্চ সতর্কতায় রয়েছে ব্রাজিল পুলিশ। দেশের অধিকাংশ জেলা শহরে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ।

ইতোমধ্যে জার্মানির কাছে হারের পর কোপাকাবানি সমুদ্র সৈকতে বিক্ষোভ প্রদর্শন করে ফুটবল সমর্থকরা। এসময় সহিংসতা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাকা গুলি নিক্ষেপ করে পুলিশ।

রিও ডি জেনেরোতে একদল ফুটবল সমর্থক বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তারা ব্রাজিলের জাতীয় পতাকায় আগুন দেয় বলেও জানা গেছে। পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজনকে আটকও করেছে পুলিশ।

আগে থেকেই ব্রাজিলিয়ানদের বড় একটি অংশ বিশ্বকাপ আয়োজনে বিরোধিতা করে আসছিল।

ধারনা করা হচ্ছে, তারা আবারও সক্রিয় হয়ে উঠতে পারে। তাই বিশ্বকাপ নির্বিঘ্ন করতে কোনও ধরনের সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে সবোর্চ্চ সতর্কতায় রয়েছে পুলিশ।



মন্তব্য চালু নেই