হারের পর যা বললেন বাংলাদেশের কোচ
বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে মালয়েশিয়া।
ভালো খেলেও মালয়েশিয়ার কাছে বাংলাদেশের হারের পেছনে বেশ কিছু কারণ ছিল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তার মতে বাংলাদেশের হারের পেছনের অন্যতম কারণ ছিল মাত্র একদিনের ব্যবধানে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা।
ডি ক্রুইফ বলেন, ‘আমি খুবই হতাশ। এক সময় আমরা ২-০ গোলে পিছিয়ে ছিলাম। তারপর ম্যাচে দারুণভাবে ফিরে আসি। ২-২ গোলের সমতা নিয়েই এগিয়ে যাচ্ছিলাম। শেষ মুহুর্তের গোলে হেরেছি। এটা আসলে মেনে নেওয়া যায় না। খুবই বেদনাদায়ক এমন হার। আমার ভাগ্য খুবই খারাপ। এমন হার যে কোনো কোচের জন্য হতাশার। এই ম্যাচটিতে বাংলাদেশ দলের পেছনে সবাই ছিল। আমরা ছিলাম, আপনারা ছিলেন। দর্শকরা ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা হেরে গেলাম।’
তিনি আরো বলেন, ‘আসলে আমি আগেও বলেছি। একদিনের ব্যবধানে ম্যাচ খেলাটা খুবই কঠিন। ফাইনালের আগে আমরা মাত্র একদিন সময় পেয়েছি। মালয়েশিয়া সেখানে দুইদিন পেয়েছে। একদিনের ব্যবধানে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার ক্ষেত্রে খেলোয়াড়দের পুরোপুরি মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করা যায় না। তারপরও ম্যাচে আমরা কেমন খেলেছি সেটা আপনারা দেখেছেন। মন্দভাগ্যের কারণেই আমরা হেরেছি। ৩-০ গোলে হারলে কথা ছিল না। কিন্তু ৩-২ গোলের হারটা আসলে মেনে নেওয়া যায় না।’
সামনে বাংলাদেশ এএফসি কাপ ও বিশ্বকাপের প্রাক বাছাইপর্ব খেলবে। এই টুর্নামেন্টের অভিজ্ঞতা সেখানে কাজে লাগবে বলে মনে করছেন বাংলাদেশ দলের কোচ।
মন্তব্য চালু নেই