হারেই দিয়েই সিরিজ শেষ হলো সালমাদের
দ্বিতীয় ম্যাচেও পারলেন না সালমা খাতুনরা। পাকিস্তান নারী ক্রিকেট দলের বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি ম্যাচে ০-২ এ সিরিজ হারিয়েছে বাংলাদেশ নারী দল।
এর আগে করাচির একই ভেন্যুতে প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান নারী ক্রিকেট দল ২০ ওভারে মাত্র ছয় উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে।
জবাবে বাংলাদেশ ক্রিকেট দল ২০ ওভারে মাত্র ৮০ রাত তুলতে পেরেছে। হাতে তিন উইকেট থাকলেও বাংলাদেশ দল হারে ৩৪ রানে। বাংলাদেশ দলের পক্ষে রুমানা আহমেদ সর্বোচ্চ ২৭ রান করেন।
দ্বিতীয় ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা সিরিজ হয়েছেন পাকিস্তান নারী ক্রিকেট দলের বিসমাহ মারুফ।
মন্তব্য চালু নেই