হারিয়ে যাওয়া দুই ভাই…

উচ্চতা আর গায়ের রংটাই কেবল ভিন্ন। আর ভিন্ন পোশাকটা। এর বাদে দু’জনের মধ্যে আর কোন অমিল খুঁজে পাওয়া দুস্কর।

বলা হচ্ছে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল আর বাংলাদেশের সাব্বির রহমান রুম্মানের কথা। ফেসবুকে সম্প্রুত সাব্বির নিজের অফিসিয়াল পেজ থেকে ম্যাক্সওয়েলের সাথে একটা ছবি শেয়ার করার পর থেকেই শুরু হয় তোলপাড়।

একজন তো কমেন্টই করে দিলেন, ‘যেন মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই’। সত্যিই তাই। কেশবিন্যাসটা একই রকম। অগোছালো দাড়ি-গোফটাও দেখতে একই রকম মনে হয়। তবে, বিভ্রম লাগে চোখ দেখে। ম্যাক্সওয়েলের চোখটা স্রেফ সাব্বিরের কার্বন কপি।



মন্তব্য চালু নেই