হারিয়ে গেছে মাইকেল জ্যাকসনের সংগ্রহে থাকা অস্কার
১৯৩৯ সালের ঐতিহাসিক প্রেমের বিখ্যাত চলচ্চিত্র ‘গন উইথ দ্য উইন্ড’ সেরা সিনেমা ক্যাটাগরিতে জিতেছিল অস্কার। ডেভিড সেলঝেনিক নির্মিত ছবির এই অস্কারটি পরে নিলাম থেকে কিনে নিয়েছিলেন পপসম্রাট মাইকেল জ্যাকসন। সম্প্রতি জানা গেছে, অস্কার পুরস্কারটি নাকি পাওয়া যাচ্ছে না।
১৯৯৯ সালে জ্যাকসন সব সম্পত্তির মধ্যে ১৫ লাখ ৪০ হাজার ডলার দিয়ে নিলাম থেকে কেনা হয়েছিল অস্কার পুরস্কারটি। তাঁর পর আর কেউ কোনো দিন অস্কারের একটি মূর্তি নিজের সংগ্রহে রাখার জন্য এত অর্থ ব্যয় করেননি। আর সেই অস্কারটি নাকি হারিয়ে গেছে বলে জানিয়েছে বিদেশি সংবাদ মাধ্যমগুলো।
২০০৯ সালে মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর যখন এই গায়কের সব সম্পত্তির হিসাব নেওয়া শুরু হয়, তখন থেকেই সংগ্রহে থাকা অস্কারের হদিস মেলেনি।
মাইকেল জ্যাকসনের মৃত্যু একটি রহস্য। এবার তাতে যোগ হয়েছে অস্কার হারিয়ে যাওয়ার রহস্য। তাঁর মৃত্যু-রহস্য উদঘাটন এবং আরও সব ঘটনা মিলে পরিস্থিতি যখন বিরূপ ছিল, এ সুযোগেই অস্কারের মূর্তিটি কেউ চুরি করে নিয়েছেন বলে ধারণা করছে একটি মহল।
মন্তব্য চালু নেই