‘হারার ভয়েই বাংলাদেশ সফরে আসেনি অস্ট্রেলিয়া’

বাংলাদেশ থেকে এমন দাবি উঠেছে প্রথম থেকেই। বিসিবি কর্তাদের আলোচনায়ও এই কথা শোনা গেছে। এবার অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোনসও বললেন, ‘বাংলাদেশে না এসে লজ্জা এড়িয়েছে অস্ট্রেলিয়া। ওরা হারার ভয়ে ছিল!’

শুক্রবার সিডনি মর্নিং হেরাল্ডে লেখা এক কলামে এমন মন্তব্য করেন জোনস।

তিনি লিখেছেন, ‘আমি বিশ্বাস করি বাংলাদেশ সফরে গেলেই অস্ট্রেলিয়াকে হারতে হতো। বাংলাদেশ সম্প্রতি সময়ে দুর্দান্ত ফর্মে আছে। উপমহাদেশে অস্ট্রেলীয় দলের পারফরম্যান্সের ইতিহাস বিবেচনা করেই আমি মনে করি অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশে গেলে বিব্রতই হতে হতো অস্ট্রেলিয়াকে।’

বাংলাদেশ সফরের জন্য ঘোষিত দলটি নিয়ে যথেষ্ট অসন্তুষ্টি আছে জোনসের। তাঁর মতে, ‘ঘোষিত অস্ট্রেলীয় দলটির মিডল অর্ডারে সমস্যা আছে। টপ অর্ডারে ডেভিড ওয়ার্নার আর ক্রিস রজার্সের থাকার কথা ছিল না। স্টিভেন স্মিথই মিডল অর্ডারে একমাত্র নির্ভরযোগ্য খেলোয়াড়। শন মার্শের উপমহাদেশে টেস্ট সেঞ্চুরি থাকলেও সে যথেষ্ট অধারাবাহিক। বাংলাদেশের উইকেটে এই দল অবশ্যই বিপদে পড়ত।’



মন্তব্য চালু নেই