হারানো ফোন খুঁজে দেবে গুগল!

আপনার স্মার্টফোনটি হারিয়ে গেছে? ভয়ের কারণ নেই। হারানো স্মার্টফোনটি খুঁজে দেবে গুগল সার্চ ইঞ্জিন। এই সুবিধা কেবলমাত্র অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ফোনেই পাওয়া যাবে।

যদি আপনার স্মার্টফোনটি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত হয় তবেই গুগলে সার্চ দিয়ে ফোনটির হদিস পাওয়া যাবে।

হারানো ফোন খোঁজার জন্য আপনাকে গুগল অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। এরপর গুগলে গিয়ে ‘ফাইন্ড মাই ফোন’ লিখে সার্চ দিতে হবে। গুগল সঙ্গে সঙ্গে আপনার হারানো ফোনের লোকেশন দেখাবে। গুগল ম্যাপে দেখা যাবে ফোনটি কোথায় রয়েছে। তবে এই সুবিধা পেতে হলে স্মার্টফোনে গ্লোবাল পজেশনিং সিস্টেম (জিপিএস) চালু থাকতে হবে। গুগল থেকে আপনার ফোনে কলও করতে পারবেন।

হারানো ফোনের মালিকের যদি একাধিক অ্যানড্রয়েড ডিভাইস থাকে তবে হারানো ফোনটি সার্চের ফলাফল থেকে সিলেক্ট করে দেখাতে হবে।

অ্যানড্রয়েড ব্যবহারকারী এই সুবিধা পাওয়ার জন্য অ্যানড্রয়েড ডিভাইস ম্যানেজার চালু রাখতে হবে। বেশির ভাগ ফোনে ডিভাইসটি বন্ধ অবস্থায় থাকে। এটি চালু করলেই হারানো ফোন গুগল সার্চের মাধ্যমে খোঁজ করা যাবে।

গুগলের নতুন ফিচারে অ্যানড্রয়েড ডিভাইস ম্যানেজারের জন্য নোটিফিকেশন পাঠানো হয়। যাতে করে গ্রাহকরা ডিভাইস ম্যানেজারটি চালু করা যায়। এই ডিভাইসের মাধ্যমে ডেস্কটপ কম্পিউটার থেকে অ্যানড্রয়েড ফোনকে লক করে রাখা যায়। আইফোনে এই সুবিধা অনেক দিন ধরে মিলছে।



মন্তব্য চালু নেই