হামলা চালিয়ে শেষ রক্ষা হবে না : খালেদা জিয়া

অজ্ঞাতপরচিয় বন্দুকধারীরা প্রধান বিরোধী দল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে গুলি করেছে।

গুরুতরভাবে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার রাতে পৌঁনে নয়টার দিকে ঢাকার গুলশানে রিয়াজ রহমানের গাড়িতে হামলা চালানো হয়।

দুর্বৃত্তরা তার কোমর এবং পা লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় তার গাড়িতেও আগুন দেয়া হয়।

বিএনপির মিডিয়া উইং জানাচ্ছে, রিয়াজ রহমান গুলশানে অবরুদ্ধ খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এসে তার সাথে বৈঠক করেন।

আধা ঘণ্টা সময় অবস্থানের পর তিনি চেয়ারপার্সনের কার্যালয় বেরিয়ে গাড়িতে রওনা হন।

এর পরপরই পথিমধ্যে তাকে বহনকারী গাড়ি ওপর হামলা চালানো হয়।

স্থানীয় লোকজন আহত অবস্থায় মি. রহমানকে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করে।

কঠোর নিন্দায় খালেদা জিয়া

রিয়াজ রহমানের ওপর আততায়ী গুলিবর্ষণের কঠোর নিন্দা জানিয়েছেন বিএনপি প্রধান খালেদা জিয়া।

এক বিবৃতিতে বলছেন, ”বিরোধীদলের ওপর এ ভাবে নগ্ন হামলা চালিয়ে শেষ রক্ষা হবে না বলে আমি মনে করি।”

সরকারি উচ্চ মহল থেকে উস্কানিমূলক ব্ক্তব্যের পরই রিয়াজ রহমান এ ধরনের সন্ত্রাসী হামলার শিকার হলেন, বলে তিনি মন্তব্য করেন।

একজন পেশাদার কূটনীতিক রিয়াজ রহমান বিএনিপ সরকারের আমলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন।

মঙ্গলবার তার ওপর হামলার আগে বিএনপি চেয়ারপার্সনের আরেকজন উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদও আক্রমণের শিকার হন।

চেয়ারপার্সনের কার্যালয়ের সামনেই পুলিশী অবস্থানের মধ্যেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গত শনিবার তার গাড়িতে অগ্নি সংযোগ করে।

মি. আহমেদও গুলশানে খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছিলেন। বিবিসি



মন্তব্য চালু নেই