হানিমুনের আগেই নাটকে ফিরলেন শিমু
সুমাইয়া শিমু একদম সিরিয়াস বউ! মাত্র বিয়ে হলো। হাতের মেহেদীর রঙ হয়তো এখনো লেগে আছে। হানিমুনেও যাওয়া হয়নি। তবে সেগুলোর থোড়াইকেয়ার না করেই আঁটঘাট বেধে কাজে নেমে পড়েছেন তিনি।
শনিবার থেকে ‘ব্রিফকেস’ নামে একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন। নাটকটি পরিচালনা করেছেন সনি চৌধুরী, লিখেছেন লতিফুল ইসলাম শিবলী। শিমু ছাড়াও নাটকে আরও অভিনয় করেছেন মাজনুন মিজান ও পাভেল ইসলাম।
কোরবানির ঈদে নাটকটি এনটিভিতে প্রচার হবে বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই