হাত ধরে পৃথিবীতে আগমন যমজ শিশু

সাধারণত একটি মাত্র ডিম্বাণুর বিভক্তি থেকে জন্ম নেয়া সন্তানদের মধ্যে একটু বেশিই টান থাকে। তাই এদেরকে ‘আইডেনটিক্যাল টুইন’ বা অভিন্ন যমজ শিশু সন্তানও বলা হয়ে থাকে। সম্প্রতি ক্রিস্টিয়ানা ও ক্রিস্টিয়ান নামের দুই যমজ সন্তান জন্ম নিয়েছে যারা জন্মের পর একজন আর একজনের হাত ধরে রেখেছে। সন্তান দুটি জন্ম নেয় ১৩ জানুয়ারি। ২৮ সপ্তাহ মায়ের গর্ভে থেকে নির্ধারিত সময়ের আগেই পৃথিবীতে আাসে তারা। সম্প্রতি তাদের হাত ধরে রাখার হৃদয় ছোঁয়া একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়। যা কয়েকদিনের মধ্যেই ৯০ হাজার শেয়ার ৬৬ লাখেরও বেশি মানুষের লাইক পেয়েছে।

পৃথিবীতে এ ধরণের ঘটনা নতুন নয়। ২০১৩ সালে এ রকম আরেকটি ঘটনা ঘটেছিল। একে-অপরের হাত আঁকড়ে ধরে জন্ম নিয়েছিল যমজ দুই বোন। ওই ঘটনা সংবাদমাধ্যমগুলোতে বেশ সাড়া ফেলেছিল। অভিন্ন যমজ শিশুদের মধ্যে একটা অলৌকিক টান থাকে বলে মনে করেন অনেকে। ক্রিস্টিয়ানা ও ক্রিস্টিয়ান সুস্থ হলেও এদের একজনকে রাখতে হয়েছে ইনকিউবেটরে। এখনো নিজের ফুসফুসের সাহায্যে শ্বাস নিতে পারছে না সে৷ আর তাই হয়তো বা নিজের ক্ষুদে হাতটা বোনের দিকে এগিয়ে দিল অন্যজন। বাবা দু’জনকে বুকে তুলে নেয়ার পর, তাদের হাত ধরার দৃশ্য দেখে মনে হচ্ছিল একজন আর একজনকে যেন ভরসা দিচ্ছিল।



মন্তব্য চালু নেই