হাত কেটে মিমের নাম লিখলেন ভক্ত!
একজন ভক্ত হতেই পারে তার সেই তারকার জন্য পাগল। তাই বলে এই পাগলামী! এটা অভিনেত্রী মিমও মানতে নারাজ। অন্বেষা কর্মকার নামের এক বাংলাদেশি ভক্ত পাগলামীটা একটু বেশি করেই ফেলেছেন। তিনি মডেল ও অভিনেত্রী বিদ্য সিনহা সাহ মিমের অন্ধ ভক্ত। আর এত টাই তিনি ভালবাসেন মিমকে যে মিমের নাম নিজের হাত কেটে লিখে ফেললেন অনায়াসে। সেই ছবি আবার দিয়েছেন টুইটারে। আর এ নিয়ে ব্যাপক মন্তব্যও হচ্ছে যোগাযোগ মাধ্যম গুলোতে।
মিমের মতে, ‘ভক্তের ভালবাসায় আজ আমার এতদূর আসা। তাঁদের প্রতি আমার ভালবাসাও অনেক। তবে এই ধরনের কাজকে আমি সমর্থন করি না। এটা কেউই করবে না। আমি আমার ভক্তদের বলব এ রকমটা যাতে আর কেউ না করে।’
উল্লেখ্য, মিম এখন ব্যস্ত রয়েছেন যৌথ প্রযোজনার চলচ্চিত্র ব্ল্যাক এর প্রচারণা নিয়ে। গেল সপ্তাহে কলকাতায় মুক্তির পর আগামী ৪ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। ‘ব্ল্যাক’ মুক্তির দিন দুপুরের পর ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রযোজক কিবরিয়া লিপুর সঙ্গে ঘুরবেন মিম।
মন্তব্য চালু নেই