হাতীবান্ধায় শেষ বৈশাখের বৈশাখী তান্ডব, ৫ টি গ্রাম লন্ডভন্ড

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতায় তিন টি গ্রাম শেষ বৈশাখের বৈশাখী তান্ডবে লন্ড ভন্ড হয়েছে।
শনিবার মধ্যরাতে ব্যাপক ঝড় ও শিলা বৃষ্টিতে বড়খাতা এলাকার কয়েকশত বসতবাড়ী,মসজিদ, গাছপালা,ধান ক্ষেত,ভূট্ট্র ক্ষেত নষ্ট হয়েছে। বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ ব্যবস্থা।
বড়খাতা ইউনিয়নের পূবর্ সারডুবী, পশ্চিম সারডুবী গ্রামের ভ্যান চালক রমজান আলী দুটি টিনে ঘর দুমরে-মুচরে যায়, নুরজাহান,রফিকুল,সিরাজ উদ্দিন,আবুল কালাম,জামাল উদ্দিন, বিশু,কফিল উদ্দিন,মোখলেছার,মাহাবুল,মজিবর রহমানের কাঁচা ও টিনের চালা ঘর ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। পশ্চিম সারডুবী গ্রামের আব্দুল আজিজের চাতাল ঘরের টিন উড়ে যায়। অনেকে বসতবাড়ী হাড়িয়ে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল জানান, বড়খাতা ইউনিয়নের ৫ টি ওয়ার্ডে ঝড়ে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। এলাকা পরিদর্শন করেছি।
হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা ফেরদৌস আহম্মেদ বলেন, আমরা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছি। পাঁচ টি গ্রামের প্রায় একশত পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকায় দ্রুত ত্রান পাঠানোর জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি।
মন্তব্য চালু নেই