হাতীবান্ধায় অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষতি
লালমনিরহাটের হাতীবান্ধায় মঙ্গলবার রাতে এক অগ্নিকান্ডে ৩টি দোকানের মালামালসহ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ব্যবসায়ীরা জানান।
জানা গেছে, উপজেলার শাহ গরিবুল্লাহ শিশু সদনের সন্নিকটে আনিছুর রহমানের গালামালের দোকানে এ অগ্নিকান্ডের সূত্রপাত। নিমিষে এর আগুন ৩টি দোকানের মালামাল ভস্মিভূত হলেও স্থানীয় লোকজনের সহযোগিতা ও অগ্নি নির্বাপক যন্ত্রের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। পরে পাটগ্রাম পৌরসভার ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি ইউনিট ঘটনা স্থলে ছুটে আসেন এবং এ সময় আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে চলে আসে। ফলে আশেপাশের দোকান ঘর গুলো রক্ষা করা সম্ভব হয়।
ঘটনাস্থল পরিদর্শনে যান হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ইউএনও মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান সেলিম,ওসি আঃ মতিন প্রধান ও পিআইও ফেরদৌস আহমেদ।
মন্তব্য চালু নেই